ডাকছে আকাশ,বাজছে শ্যামের বাঁশি, দোলের ফাগুনে জাগছে সকল পুরবাসী। ডাকছে আকাশ,বাজছে শ্যামের বাঁশি, দোলের ফাগুনে জাগছে সকল পুরবাসী।
ঢাকের বাদ্যি কাঁসর ঘন্টা... ঢাকের বাদ্যি কাঁসর ঘন্টা...
তবু বাঁশিওয়ালা সুর ভাঁজে... তবু বাঁশিওয়ালা সুর ভাঁজে...
অবুঝ মন উড়ে যায় খোলা আকাশে অবুঝ মন উড়ে যায় খোলা আকাশে
পাখিদের গাওয়া গানের সুর। পাখিদের গাওয়া গানের সুর।
কতো কাজ এই ঘরে থাক না সব আজ পড়ে চল্ দুরে, চল্ দুরে । কতো কাজ এই ঘরে থাক না সব আজ পড়ে চল্ দুরে, চল্ দুরে ।